শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

রাতেই প্রকাশ করা হতে পারে জাকসু নির্বাচনের ফল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:৫৭ পিএম

রাতেই প্রকাশ করা হতে পারে জাকসু নির্বাচনের ফল

ছবি - সংগৃহীত

জাকসু নির্বাচনের ফল প্রকাশের দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আজ রাতেই। ভোটগ্রহণের একদিন পরও ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও কৌতূহল। অবশেষে জাকসু নির্বাচন কমিশন একসাথে ১০টি কেন্দ্রের ভোট গণনার কাজ শুরু করেছে, যাতে দ্রুততার সাথে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যায়। এই বিষয়ে নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম।

অধ্যাপক আলম জানান, কেন্দ্রীয় সংসদের ভোট ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হচ্ছে এবং রাতেই ফলাফল প্রকাশের সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ভোট গণনার জটিলতার কারণেই ফলাফল প্রকাশে এই বিলম্ব হচ্ছে। এর আগে, ২১টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন হলেও বিজয়ীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট চলাকালীন বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করে। উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হলেও, আজ রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।