বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ফরহাদের বিনয়ী বার্তা

ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হয়ে ফরহাদের বিনয়ী বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫৩ এএম

ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হয়ে ফরহাদের বিনয়ী বার্তা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হওয়ার পর ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বিনয়ের সঙ্গে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি বলেন, তার এই জয় কোনো ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয়। তিনি বলেন, 'জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।'

নবনির্বাচিত এই ডাকসু জিএস আরও বলেন, 'সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। দায়িত্বে থাকাকালীন যদি কোনো ভুল করি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।' তিনি আরও জানান, এই জয় নিয়ে কোনো বিজয় মিছিল করবেন না। এটি তার এবং তার সংগঠনের পক্ষ থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল শীর্ষ তিনটি পদেই বিজয় লাভ করেছে। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন, এস এম ফরহাদ জিএস পদে ১০ হাজার ৮৯৪ ভোট এবং মহিউদ্দীন খান এজিএস পদে ৯ হাজার ৫০১ ভোট পেয়েছেন। এই ভূমিধ্স বিজয় সত্ত্বেও তাদের বিনয়ী ও দায়িত্বশীল আচরণ প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ১৩টি করে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন।