বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে জিতে তন্বি: আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৩ পিএম

ডাকসু নির্বাচনে জিতে তন্বি: আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন সানজিদা আহমেদ তন্বি। তিনি ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসাইন খান পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট। জয়ের পর তন্বি তার ফেসবুক আইডিতে এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে পরামর্শ দিয়ে পাশে থাকার আহ্বান করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ...। নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।' তিনি আরও বলেন, 'গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।'

উল্লেখ্য, সানজিদা আহমেদ তন্বি ২০২৪ সালের জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ। ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় তার রক্তাক্ত মুখ ও ভয়ে কুঁকড়ে যাওয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার সেই ছবিটি সেসময় আন্দোলনকে আরও বেগবান করতে ভূমিকা রেখেছিল। এই ঘটনায় ছাত্রদল তার প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি। জুলাই আন্দোলনে তার এই ত্যাগ এবং ডাকসু নির্বাচনে তার বিজয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আবেগ ও সমর্থন তৈরি করেছে।