সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৬ পিএম
আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার, ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহের জন্মদিন। তার প্রকৃত নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের এই দিনে তিনি সিলেটের দরিয়াপাড়াস্থ নানা বাড়ি ‘আব এ হায়াত’ ভবনে জন্মগ্রহণ করেন, যা এখন সালমান শাহ ভবন নামে পরিচিত। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৪ বছর।
সালমান শাহ তার ফ্যাশন, সংগীত এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন। সহকর্মীদের কাছে তিনি তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সহায়তাসুলভ আচরণের জন্য খুব প্রিয় ছিলেন। ১৯৯৫ সালে তিনি ভারতীয় অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে তার মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন, যা তাদের মধ্যকার ভালো সম্পর্কের প্রমাণ।
অনেকে তাকে ‘টাইম ট্রাভেলার’ হিসেবে অভিহিত করেন, কারণ তিন দশক আগে তিনি যে স্টাইল শুরু করেছিলেন, তা এখনো বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে দেখা যায়।মাত্র চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন।
সোহানুর রহমান সোহানের পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯২) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় এবং প্রথম ছবিতেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন, যার মধ্যে রয়েছে ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার রহস্যজনক মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। এত অল্প সময়ে তিনি বাংলা সিনেভক্তদের কাছে পর্দার সবচেয়ে জনপ্রিয় স্টাইল আইকন হয়ে উঠেছিলেন। তার চলে যাওয়ার প্রায় তিন দশক পরও তিনি এখনো ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছেন।
আজ তার জন্মদিনে অগণিত ভক্ত ও অনুরাগী তাকে ভালোবাসায় সিক্ত করছেন। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্মরণসভায় তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার স্রোত বইছে। প্রজন্ম বদলে গেলেও সালমান শাহকে ঘিরে মানুষের ভালোবাসা বদলায়নি। তিনি নেই, তবুও তিনি মানুষের হৃদয়ে আছেন, পর্দার স্বপ্নপুরুষ হয়ে এবং ভালোবাসার প্রতীক হয়ে।