সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:১১ পিএম
আজ ১৯ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের জন্মদিন। নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় এই তারকাকে তার জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। মাত্র ২৫ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমিয়েও তিনি তার কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে চিরন্তন হয়ে রয়েছেন।
তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহ এখনো সবার হৃদয়ে জীবিত। তার এবারের জন্মদিনে অনুরাগীদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও তাকে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমান শাহের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
আজ দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’
এরপর শাকিব খান নিজেই এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর... এখনো বেঁচে আছেন।’
শাকিব খানের এই পোস্টটি তার অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সালমান শাহকে নিয়ে এমন শ্রদ্ধামূলক পোস্ট দেওয়ার জন্য অনেকেই শাকিব খানের প্রশংসা করেছেন।