শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

আইফোন ১৭ কিনতে রণক্ষেত্র মুম্বাই

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৪৬ পিএম

আইফোন ১৭ কিনতে রণক্ষেত্র মুম্বাই

ছবি - সংগৃহীত

ভারতের আইফোনপ্রেমীদের মধ্যে আইফোন ১৭ কেনার জন্য চরম উন্মাদনা দেখা গেছে, যা মুম্বাইয়ে এক ভিন্ন চিত্র তৈরি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের সামনে নতুন আইফোন কিনতে আসা ক্রেতাদের মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা কর্মীরা হিমশিম খেয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোকানের কাঁচের দরজার বাইরে ক্রেতাদের মধ্যে প্রচণ্ড ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে। নিরাপত্তা কর্মীরা ভিড় থেকে কয়েকজনকে টেনে বের করে আনেন। একজন নিরাপত্তা কর্মীকে মারার চেষ্টা করলেও তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়। এমনকি একজন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও ভিড় সামাল দিতে দেখা যায়।

এএনআই নিউজ এজেন্সিকে কয়েকজন ক্রেতা জানান, নিরাপত্তার অপ্রতুলতার কারণেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আহমেদাবাদ থেকে আসা এক ক্রেতা, মোহন যাদব অভিযোগ করেন, তিনি ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু অনেক মানুষ লাইন ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ সিরিজে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এবং নতুন আইফোন এয়ার মডেল উন্মোচন করেছে। ভারতে এই ফোনগুলোর দাম শুরু হয়েছে ৮২ হাজার ৯০০ রুপি থেকে এবং সর্বোচ্চ দাম ২ লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত।