সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:১১ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলন করছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জে
শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।সপু বলেন, ‘এসব ধানাইপানাই ছেড়ে রাজনীতির মাঠে আসুন, মানুষের দুঃখ-কষ্ট বুঝুন।
এখন কীসের আন্দোলন, কার জন্য আন্দোলন? জনগণের কাছে এত ভয় কেন? জনগণের পাশে আসুন। জনগণ যদি আপনাদের মনে নেয়, ভোট দেয়, তাহলেই আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন।’মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে
এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, এবং মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।