শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

পিআর ছাড়া ভোটের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:০৩ পিএম

পিআর ছাড়া ভোটের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা বলেছেন যে, যদি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীতে একটি বিক্ষোভ মিছিলের আগে সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক পথসভায় তারা এই হুঁশিয়ারি দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত এই পথসভায় বক্তব্য রাখেন দলটির রাজশাহী জেলার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ এবং জেলার সাধারণ সম্পাদক তারিক উদ্দিন।

বক্তারা বলেন, গত ৫৪ বছরে শাসকরা কেবল শোষণ করেছে এবং দেশবাসী মুক্তির যে আশা করেছিল, তা পূরণ হয়নি। তারা অভিযোগ করেন যে, একটি বিশেষ দলের চাপে সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার ছাড়াই দ্রুত নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।

তারা আরও বলেন, ‘বর্তমানে একটি দল আবারও ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনের জন্য পিআর পদ্ধতি ছাড়া তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। দেশের সম্পদ লুটপাট করার জন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তারা পিআর বোঝেন না, কিন্তু চাঁদাবাজি বোঝেন।’

 

ইসলামী আন্দোলন নেতারা বলেন, আগে গণঅভ্যুত্থানের বিরোধিতাকারীদের বিচার হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘প্রয়োজন হলে বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান হবে, কিন্তু পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না।’

এই পথসভার আগে জুমার নামাজের পর বিভিন্ন দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার ও মণিচত্বর প্রদক্ষিণ করে। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মোজাহিদ এবং আরও প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।