শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

রংপুরে এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রী সেলসিয়াস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:০৬ পিএম

রংপুরে এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রী সেলসিয়াস

ছবি - সংগৃহীত

রংপুর ও তার আশেপাশের এলাকায় গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এক সপ্তাহ আগেও যেখানে তীব্র তাপদাহে জনজীবন অস্থির ছিল, এখন সেখানে আবহাওয়ার পরিবর্তন এসেছে। বৃষ্টিপাত হওয়ায় প্রকৃতি শীতল হয়েছে এবং মানুষের মনে স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস। অথচ গত ১২ ও ১৩ সেপ্টেম্বর তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি ছিল। তাপমাত্রা কমে যাওয়ায় এই অঞ্চলে গরমের পরিবর্তে এখন কিছুটা শীত অনুভূত হচ্ছে।

প্রকৃতিতে এই পরিবর্তন আমন চাষিদের জন্য সুফল বয়ে এনেছে, কারণ বৃষ্টি হওয়ায় তাদের সেচের বাড়তি খরচ কমেছে।এদিকে, বৃষ্টিপাতের ফলে নদীপাড়ের মানুষের দুশ্চিন্তা বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোর পানি আরও বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই সময়ে তিস্তা নদীর পানি লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্কতা সীমায় প্রবাহিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে পানি কমে যেতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিনেও এসব নদীর পানি বাড়তে পারে, যদিও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।