শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

‘পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে আমরা রুখে দেব’: দুলু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৪২ পিএম

‘পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে আমরা রুখে দেব’: দুলু

ছবি - সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি কোনো পরাজিত শক্তি ষড়যন্ত্র করে, তবে বিএনপি নেতাকর্মীরা তা রুখে দেবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, 'আমরা বিশ্বাস করি যখনই পূজা আসে—সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা—তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হয়। আমি আপনাদের এটুকু বলতে চাই, ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা বিএনপি নেতাকর্মীরা সব সম্প্রদায়ের পাশে আছি।' তিনি আরও বলেন, তারেক রহমান এই সম্প্রদায়ের জান-মাল রক্ষার জন্য বিএনপিকে নির্দেশ দিয়েছেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।