শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

কয়েকটি রাজনৈতিক দল চায় দেশে যাতে নির্বাচন না হয়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:৪৬ পিএম

কয়েকটি রাজনৈতিক দল চায় দেশে যাতে নির্বাচন না হয়

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল, যারা জনসমর্থনহীন, তারা চায় না দেশে কোনো নির্বাচন হোক বা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক। তাদের ধারণা, তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেজর হাফিজ বলেন, "জামায়াতে ইসলামী ইসলামের নাম দিয়ে দেশের মানুষকে ভুল বুঝায়। তাদের কিছু মহিলা কর্মী বাড়ি বাড়ি গিয়ে বলে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে।"

তিনি আরও বলেন, "এভাবে আরও দু-একটি দল, যাদের কোনো জনসমর্থন নেই, তারা মানুষকে মিথ্যা কথা শোনাচ্ছে এবং আজগুবি দাবি জানাচ্ছে।"তিনি বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি জনসমর্থনহীন রাজনৈতিক দল নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে, যেখানে কোনো ব্যক্তিকে মানুষ নির্বাচিত করতে পারবে না।

তিনি এই পদ্ধতির বিরোধিতা করে বলেন, "বাংলাদেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়।" তিনি বলেন, "নির্বাচন হলো একটি উৎসব, ভোটাররা যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন।" মেজর হাফিজ বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই ষড়যন্ত্রকে বিএনপি সমর্থন করে না।

তিনি জানান, বিএনপি এই ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে এবং তারা তাদের পূর্বপুরুষদের মতো প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দেখতে চায়।