সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:৩৬ পিএম
কুমিল্লায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় কটূক্তির গুজবকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে একত্রিত করার পর এই হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, ধর্ম নিয়ে কথিত কটূক্তির অভিযোগে মহসিন নামে একজন অভিযুক্তকে বুধবার রাতেই আটক করা হয়েছিল। তবে আজ সকালে বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে প্রথমে কফিল উদ্দিন শাহর মাজারের সামনে জড়ো হয়।
এরপর তারা এই মাজারসহ পাশের কালাই শাহ, হাওয়ালি শাহ এবং আবদু শাহের মাজারে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।