শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১২ পিএম

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা বোর্ড

ছবি - সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ আগস্ট লিখিত পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে। এখন ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে হিসেবে আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল দেওয়া হবে। তিনি বলেন, 'কাজ শেষ হলেই আমরা ফল দিয়ে দেব। এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো কিছু ভাবা হয়নি, আমরা কারও সঙ্গে এই নিয়ে কোনো কথাও বলিনি।'

তিনি আরও বলেন, তিনবার পরীক্ষা পেছানো হলেও ফল প্রকাশের ওপর এর কোনো প্রভাব পড়বে না, কারণ খাতা মূল্যায়নের সময় বাড়ানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এবারের এইচএসসি পরীক্ষা ২৬ জুন শুরু হয়েছিল এবং ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল, ফলে সোয়া ১২ লাখের মতো পরীক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় আছে।