বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জাকসু নির্বাচিতদের শপথ আগামীকাল, গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূরণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০০ পিএম

জাকসু নির্বাচিতদের শপথ আগামীকাল, গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূরণ

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল এই খবর নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সিনেট হলে বিকেল চারটায় নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করাবেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ হলো।

শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনকে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের কল্যাণ, এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধকে সমুন্নত রাখবে। দীর্ঘ ৩৩ বছর পর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন কমিশন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।