শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৫০ এএম

দিল্লির ফাঁদে পা দিয়েছে জামায়াত

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী ভারতের ফাঁদে পা দিয়েছে। তিনি বলেন, পিআর (প্রপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিটি আসলে ভারতের নীলনকশার অংশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

সরওয়ার আলমগীর বলেন, ‘ভারতের দিল্লি জামায়াতের সামনে মুলা ঝুলিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, তিনি সংসদ সদস্য হোন বা না হোন, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবেন।

ওই উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা এম এ মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।