শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৪৬ এএম

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

ছবি - সংগৃহীত

দীর্ঘ কয়েক মাস পর বাংলাদেশের বাজারে চালের দাম সামান্য কমেছে। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে, সবজি, মাছ ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চাল বিক্রেতারা জানিয়েছেন, ভারত থেকে সরু নাজিরশাইল এবং মোটা কয়েক ধরনের চাল আমদানি হচ্ছে, যার ফলে এসব চালের দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ৮৪ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৯০-৯২ টাকা ছিল। একইভাবে, মোটা পায়জাম ও স্বর্ণা জাতের চাল প্রতি কেজি ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজিপ্রতি ৪-৫ টাকা কমেছে। তবে জনপ্রিয় মিনিকেট চালের দাম আগের মতোই ৭৮ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, আমদানি আরও বাড়লে চালের দাম আরও কমতে পারে।সবজি ও পেঁয়াজের দাম অপরিবর্তিচাল বাদে অন্যান্য নিত্যপণ্যের বাজার এখনো বেশ চড়া। সবজির দাম কিছুটা কমলেও তা এখনো প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা গত কয়েক সপ্তাহে ৮০ থেকে ১৪০ টাকা পর্যন্ত উঠেছিল।

বর্তমানে পটোল, ঢ্যাঁড়শ ও ঝিঙার কেজি ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বেগুন ও বরবটির কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ও আলুর দাম তুলনামূলকভাবে কম, যথাক্রমে ৪০ ও ৩০ টাকা। পেঁয়াজের দাম সামান্য কমে ৬৫ থেকে ৭০ টাকা হয়েছে, যা আগে ৭৫-৮০ টাকা ছিল।

মাছের বাজার এখনো বেশ চড়া। বিক্রেতারা জানিয়েছেন, চাষের মাছের সরবরাহ কম হওয়ায় নদীর মাছের দাম বেড়েছে। বাজারে ইলিশ ও চিংড়ি মাছের দাম বিশেষ করে বেশি। ৭০০ গ্রামের একটি ইলিশের দাম প্রায় ১ হাজার টাকা এবং প্রতি হালি ইলিশ ৪ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।

চিংড়ির দামও বেড়ে প্রতি কেজি ৭৫০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত উঠেছে। এছাড়া, রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাশ মাছের দামও আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেশি।