শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

বিরোধী টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:০৯ এএম

বিরোধী টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রচারণায় অংশ নেওয়া টেলিভিশন নেটওয়ার্কগুলোর লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সম্প্রচার লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।

ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার রাতে ঘোষণা দেয় যে, তাদের টকশো উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কিমেল সম্প্রতি গুলিতে নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কিমেলের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর।’

টেলিভিশন উপস্থাপক জিমি কিমেলের এই ঘটনায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এফসিসির প্রতি সমর্থন জানান। এর আগে কিমেল তার অনুষ্ঠানে বলেছিলেন, 'আমরা সপ্তাহান্তে এমন এক অবস্থায় পৌঁছেছি, যখন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের’ সমর্থকেরা বলার চেষ্টা করছেন, এই হত্যাকারী তাদের সঙ্গে যুক্ত নন এবং এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য সবকিছু করছেন।'