সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৩৩ এএম
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুভূত এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের কারণে ভবনগুলোর আসবাবপত্র এবং আলো দুলছিল, এমনকি রাস্তায় পার্ক করা গাড়িও কাঁপতে দেখা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাতকা উপদ্বীপের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে। অন্যদিকে, রাশিয়ার স্থানীয় জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ এবং এর পরে অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়।
মার্কিন প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র উপকূলীয় অঞ্চলে ভয়ঙ্কর ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে।কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক টেলিগ্রাম বার্তায় জানান, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তিনি সাইকে সুনামির বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন।
কামচাতকা উপদ্বীপটি একটি সক্রিয় টেকটনিক বেল্টে অবস্থিত, যা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। ফলে এই অঞ্চলে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত জুলাই মাসে এই অঞ্চলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার ফলে উপকূলীয় এলাকা সুনামির আঘাতে তলিয়ে গিয়েছিল।