শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:১২ এএম

দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তির পর অবশেষে বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কার জয়ে ভর করে লিটন দাসের দল সেরা চারে উঠেছে। এবার বাংলাদেশের সামনে অপেক্ষায় আরও কঠিন পরীক্ষা—ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই।

‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে ছিল শ্রীলঙ্কা (৬ পয়েন্ট), আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই চারটি দল এখন সুপার ফোরে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।

বাংলাদেশের সামনে টানা তিন দিনে তিনটি হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবেলার কঠিন চ্যালেঞ্জ:

  • ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – দুবাই

  • ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত – দুবাই

  • ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান – দুবাই

এই তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের ধাক্কা সামলে সুপার ফোরের মঞ্চে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানরা কতটা ভালো পারফর্ম করতে পারেন।