সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৪৮ এএম
ইন্দোনেশিয়ার মধ্য পাপুয়া প্রদেশে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাবিরে শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। খবরটি গালফ নিউজ নিশ্চিত করেছে।
নাবিরে শহরটি ইন্দোনেশিয়ার সেই অংশে অবস্থিত যা পাপুয়া নিউগিনির সঙ্গে ভৌগোলিকভাবে সংযুক্ত। যদিও ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৬.১ বললেও, ইন্দোনেশিয়ার বিএমকেজি সংস্থা এই মাত্রা ৬.৬ এবং গভীরতা ২৪ কিলোমিটার বলে জানিয়েছে। এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট ছোট আফটারশকও অনুভূত হয়।
দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প হয়। রিং অব ফায়ার হলো একটি টেকটোনিক বেল্ট, যেখানে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প সংঘটিত হয়। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।