শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:৪১ এএম

খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

ছবি - সংগৃহীত

আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে, খাবার গ্রহণকালে কথা বলা হাদিসে নিষেধ এবং এমনটি করলে গোনাহ হয়। তবে প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ এই ধারণাকে ভুল বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, 'খাওয়ার সময় কথাবার্তা বলা নিষিদ্ধ নয়। ভাত খাওয়া আর নামাজ পড়া সমান—এ অর্থে হাদিসের নামে আমাদের সমাজে যা প্রচলিত আছে, তা বানোয়াট এবং মানুষের মনগড়া কথা।'

বরং তিনি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের উদাহরণ দিয়ে বলেন যে, রাসূলুল্লাহ (সা.) ও তার সাহাবিরা খাওয়ার সময় কথা বলতেন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী, একবার নবীজি (সা.) খাবার খাচ্ছিলেন এবং সে সময় তিনি বলেন, 'কেয়ামতের দিন আমি মানুষদের সর্দার হিসেবে আবির্ভূত হবো।' এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে, নবীজি (সা.) খাবার খেতে বসে কথা বলেছেন।

তাই খাওয়ার সময় কথা বলাতে কোনো গোনাহ নেই। তবে, অতিরিক্ত কথা বলা যদি কারও ক্ষতির কারণ হয়, সেক্ষেত্রে তা থেকে বিরত থাকা উচিত।খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া কি জায়েজ?

শায়খ আহমাদুল্লাহ বলেন, সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল। যারা মনে করেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, তাদের এই ধারণাটিও ভুল। তিনি বলেন, 'সালাম যেকোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময়, যেখানে খাদ্যগ্রহণকালে সালাম দেওয়া যেতে পারে এবং নেওয়াও যেতে পারে।'