সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৩ পিএম
ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি এক ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে দাবি করেছেন যে, গত ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হলে আজান দেওয়া হতো না। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের আজান দিতে দিত না।’
তিনি আরও বলেন, ‘এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পর পরদিনই আজান আরম্ভ হয়েছে।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মুফতি আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সামনে এক সম্মেলন করেছে হল ছাত্রদল।
মহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, আমির হামজা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি করেছেন। তিনি বলেন, ‘আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, মহসীন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়।’
মনসুর রাফি আরও বলেন, ‘আমরা মহসীন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তিনি আমির হামজাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য হল প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।