শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:১৫ পিএম

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

ঢাকার আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তীব্র টার্বুলেন্সের শিকার হয়েছে। দুবাই থেকে আসা বিজি ১২৮ ফ্লাইটটিতে এই ঘটনা ঘটে। এতে এক কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। যাত্রীরা আতঙ্কিত হলেও তারা নিরাপদে ছিলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু পরে বোয়িং ৭৩৭ মডেলের ওই উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে টার্বুলেন্সের কবলে পড়ে।

অন্তত ৯ সেকেন্ড ধরে চলা এই ঝাঁকুনিতে ফ্লাইট স্টুয়ার্ড শাবানা আজমী মিথিলা পড়ে গিয়ে গুরুতর আহত হন। এক্সরে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে।

বিমানবন্দরে অবতরণের পর মিথিলাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। কিন্তু শুক্রবার বন্ধের দিন হওয়ায় তার জরুরি অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

চিকিৎসকরা তাকে প্লাস্টার করে ছেড়ে দেন। সহকর্মীরা জানিয়েছেন, ফ্লাইট অবতরণের পর অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হয় এবং বিমানের মেডিকেল সেন্টারও বন্ধ ছিল। এই পরিস্থিতি অন্যান্য কেবিন ক্রুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহত ক্রুকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানের মেডিকেল সেন্টারের কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।