শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:১০ পিএম

চট্টগ্রামে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকারের ভেতর থেকে একটি দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা জনগণ মেনে নেবে না।

জামায়াতের ৫ দফা দাবি হলো:

  1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

  2. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

  3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

  4. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

  5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে জামায়াতে ইসলামী কালই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তিনি পিআর নির্বাচন পদ্ধতির পক্ষে গণভোটের দাবি জানিয়ে বলেন, যদি জনগণ পিআর পদ্ধতিকে সমর্থন করে, তাহলে অন্তর্বর্তী সরকারকেও তা মেনে নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ অন্যান্য স্থানীয় নেতারা।