শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: মাসুদ সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:২৫ পিএম

প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: মাসুদ সাঈদী

ছবি - সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সম্ভাব্য জামায়াত মনোনীত প্রার্থী এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ‘রাজাকার ট্যাগিং’ এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে এবার পরিবর্তন করতে চাই। ক্ষমতার চেয়ার বা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই না।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুরে দিনব্যাপী গণসংযোগের সময় রায়েরকাঠী রাজবাড়ীর একটি পথসভায় তিনি এসব কথা বলেন।মাসুদ সাঈদী বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি পেয়েছিল। একই লক্ষ্যে গত ৫ আগস্ট দেশের তরুণরা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান ফ্যাসিস্টবিহীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না।’তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যে সুখ-শান্তির স্বপ্ন দেখে, আমরা তার বাস্তবায়ন চাই। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে মানুষ যেসব দল ও নেতাকে ভোট দিয়েছে, তারা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ব্যর্থ হয়েছে।

পিরোজপুরের উন্নয়নের বিষয়ে মাসুদ সাঈদী তার বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, পিরোজপুরে শিল্পকলা একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, যুব-উন্নয়ন কেন্দ্র, হাসপাতাল এবং রাস্তাঘাট নির্মাণের পেছনে তার বাবার অবদান রয়েছে।

তিনি বলেন, দেশে এখনো ‘রাজাকার ট্যাগিং’ করা হয়, এমনকি ডাকসু-জাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের ছাত্রদেরও এই নামে ডাকা হচ্ছে। তিনি বলেন, ‘রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না।’

এই পথসভায় জামায়াতের নেতাদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের এপিএস গৌতম নারায়ণ রায়চৌধুরী, সাবেক যুবলীগ নেতা গোপাল বসু এবং হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ উপস্থিত ছিলেন।