সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:০৭ পিএম
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী ভোটের জন্য জান্নাতের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। তিনি বলেন, ‘জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম ব্যবসা শুরু করেছে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের কাতালিয়া ও নিলক্ষীপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কামরুল হুদা বলেন, ‘জামায়াত ইসলামের কথা বলে ভোটের জন্য। তারা ইসলামের জন্য কোনো কিছু করে না। জামায়াত ইসলামী জনগণের দল নয়, তার একটা গোষ্ঠীর দল।’
তিনি আরও বলেন, খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা চালু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গার্মেন্ট শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প এবং চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করে বেকার সমস্যা সমাধানে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন।
কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি টিটু এবং যুবদলের সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদারসহ অন্যান্য স্থানীয় নেতারা।