মোঃ মোমিনুল ইসলাম
সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:১৩ এএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। জাতি যদি সঠিক শিক্ষা না পায়, তবে দেশের ভবিষ্যৎও ঝুঁকির মুখে পড়বে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। তিনি দাবি করেন, শিক্ষাক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে হয়েছে।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের যেসব সুবিধা দেওয়া হয়েছে, তার মধ্যে ৭০ ভাগই বিএনপি সরকার দিয়েছে, বাকি ২০ ভাগ এরশাদ এবং ১০ ভাগ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তিনি আগামী ৭ অক্টোবর ঢাকায় একটি শিক্ষক মহাসমাবেশের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জর হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব মোঃ আজিজুল হক রাজাসহ অন্যান্য শিক্ষক নেতারা।