শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে’: মঞ্জু

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৬ পিএম

আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে’: মঞ্জু

ছবি - সংগৃহীত

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো বর্তমানে নিজেদের মধ্যে ঝগড়া ও বিভেদে লিপ্ত, যার ফলে নতুন বাংলাদেশ গড়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দেখছি বিএনপি এবং জামায়াত ঝগড়াঝাটি শুরু করেছে। ছাত্রদের নতুন দল এমসিপিও এই ঝগড়াঝাটিতে যুক্ত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে কেউ দেশকে গড়ে তোলার জন্য কাজ করছি না।’মঞ্জু আরও বলেন, ‘অনেক কষ্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে।

যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তখন আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। কিন্তু নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজ করি নাই।’সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, তাদের বিচার করতে হবে এবং যারা নির্দোষ, তারা নির্দোষিতা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারবে।

তিনি শ্রমিকদের অধিকার নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আজকে শ্রমিকরা ঠিকমতো বেতন পায় না। একজন সাংবাদিকও চার মাস ধরে বেতন পাচ্ছেন না।’ তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকরাই একটি দেশকে পরিবর্তন করতে পারে। বিভেদ বা সমালোচনার রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতি শুরু করতে হবে।

সম্মেলনে শেখ জামালুদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য দেন।