শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
জুলাই গণঅভ্যুত্থান

আজ সকল গ্রাহক পাচ্ছেন ১ জিবি বিনামূল্যে ডেটা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ১১:০৪ এএম

আজ  সকল গ্রাহক পাচ্ছেন ১ জিবি বিনামূল্যে ডেটা

আজ শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সারাদেশে 'ফ্রি ইন্টারনেট ডে' পালন করছে। এই উপলক্ষে দেশের সকল মোবাইল ফোন গ্রাহক ৫ দিন মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন। গত বুধবার (১৬ জুলাই) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাইকে 'ফ্রি ইন্টারনেট ডে' ঘোষণা করা হয়েছে।

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী, ১৮ জুলাই সক্রিয় প্রতিটি মোবাইল নম্বরে এই অফারটি প্রযোজ্য হবে।

 

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট: গ্রাহকরা তাদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট ডেটা সংগ্রহ করতে পারবেন:

  • গ্রামীণফোন (জিপি): *121*1807#

  • রবি: *4*1807#

  • বাংলালিংক: *121*1807#

  • টেলিটক: *111*1807#

বিটিআরসি আরও জানিয়েছে, এই দিবসটির গুরুত্ব এবং কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ফ্রি ইন্টারনেট ডে সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো—'জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডেটা। ফ্রি ডেটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807#, টেলিটক *111*1807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।'