জুলাই ২৯, ২০২৫, ০৪:০৮ পিএম
রাশিয়ার জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা অ্যারোফ্লতের নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত হাজার সার্ভার ধ্বংস ও সংস্থাটির অভ্যন্তরীণ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হামলাকারী হ্যাকার গোষ্ঠী। এ ঘটনার জেরে গতকাল সোমবার (২৮ জুলাই ২০২৫) অ্যারোফ্লতের অন্তত ৪০টি ফ্লাইট বাতিল এবং আরও কয়েকটি ফ্লাইটে বিলম্ব ঘটে।
এই হামলার দায় স্বীকার করেছে ‘সাইলেন্ট ক্রো’ নামের একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, এক বছর ধরে চালানো একটি গোপন অভিযানের মাধ্যমে তারা অ্যারোফ্লতের নেটওয়ার্কে ঢুকে পড়ে। এ হামলায় বেলারুশভিত্তিক সাইবার পার্টিজানস নামের আরেকটি গ্রুপ সহযোগিতা করেছে বলে দাবি করা হয়েছে।
হ্যাকারদের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সার্ভারে আঘাত হেনেছি ও অ্যারোফ্লতের ডিজিটাল অবকাঠামো ধ্বংস করেছি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কম্পিউটারেও আমরা প্রবেশ করেছি।" তারা অ্যারোফ্লতের অভ্যন্তরীণ নেটওয়ার্কের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে। এমনকি বিমান সংস্থাটির যাত্রীদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ যাঁরা কখনো অ্যারোফ্লতে চড়েছেন, তাঁদের সব তথ্য ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে একটি তদন্ত শুরু করেছে। রুশ পার্লামেন্ট সদস্য আন্তন গোরেলকিন বলেন, "আমরা একটি সুপরিকল্পিত ডিজিটাল হামলার শিকার হয়েছি। যারা এ হামলার দায় স্বীকার করেছে, তাদের পেছনে শত্রুরাষ্ট্রগুলোর মদদ থাকতে পারে।"
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, দেশের যেসব বড় প্রতিষ্ঠান জনগণকে সেবা দিয়ে থাকে, তাদের জন্য সাইবার হুমকি এখন একটি স্থায়ী ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। অ্যারোফ্লত এক বিবৃতিতে জানিয়েছে, সাইবার হামলার পর প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার পাশাপাশি টিকিট ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভ্রমণকারীদের দুর্ভোগ কমাতে অন্য এয়ারলাইনসের ফ্লাইটেও আসন বরাদ্দের চেষ্টা চলছে।
সাইলেন্ট ক্রো এ বছরের শুরু থেকে রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে রয়েছে সরকারি রিয়েল এস্টেট ডেটাবেজ, একটি রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, একটি বিমা কোম্পানি, মস্কো নগর প্রশাসনের তথ্যপ্রযুক্তি বিভাগ ও কিয়া মোটরসের রুশ শাখা। এসব হামলায় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। সাইলেন্ট ক্রো ও সাইবার পার্টিজানসের প্রকাশিত যৌথ বিবৃতির শেষাংশে লেখা হয়, ‘গৌরব ইউক্রেনের! দীর্ঘজীবী বেলারুশ!’
আপনার মতামত লিখুন: