রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শাওমির নতুন গাড়ি Xiaomi YU7: ৩ মিনিটে ২ লাখ বুকিং, অটোমোবাইল দুনিয়ায় ঝড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ১১:১৯ এএম

শাওমির নতুন গাড়ি Xiaomi YU7: ৩ মিনিটে ২ লাখ বুকিং, অটোমোবাইল দুনিয়ায় ঝড়

ছবি- সংগৃহীত

স্মার্টফোন বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের পর এবার বৈদ্যুতিক গাড়ির জগতেও ঝড় তুলেছে চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। সম্প্রতি উন্মোচিত তাদের নতুন ইলেকট্রিক এসইউভি Xiaomi YU7 লঞ্চের মাত্র তিন মিনিটের মধ্যে দুই লাখেরও বেশি বুকিং পেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। এই অভাবনীয় সাফল্য শাওমিকে দ্রুততম সময়ে ফোনের পাশাপাশি গাড়ির জগতেও এক 'নতুন রাজা' হিসেবে প্রতিষ্ঠা করছে।

২০২১ সালে শাওমি যখন বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে, গত মার্চ ২০২৪-এ তাদের প্রথম ইলেকট্রিক সেডান, Xiaomi SU7, বাজারে আসার পর সেই সংশয় অনেকটাই কেটে যায়। SU7ও তার উদ্বোধনী বুকিংয়ে অসাধারণ সাফল্য পেয়েছিল। এবার YU7 এসইউভি মডেলের এই অবিশ্বাস্য সাড়া দেখিয়ে দিল, গ্রাহকরা শাওমির গাড়ির প্রতি কতটা আগ্রহী। এমনকি কিছু রিপোর্টে বলা হচ্ছে, মাত্র এক ঘণ্টার মধ্যেই YU7 এর বুকিং সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে, যা এক নতুন রেকর্ড। এই বিপুল চাহিদা এতটাই যে, YU7 এর উৎপাদন ক্ষমতা ২০২৭ সালের শুরু পর্যন্ত বিক্রি হয়ে গেছে।

Xiaomi YU7 মডেলটি টেসলা মডেল ওয়াই (Tesla Model Y) সহ বাজারের অন্যান্য জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি-র সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছে। এটি অত্যাধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচারের এক দারুণ সমন্বয়।

  • ডিজাইন ও আকার: YU7 একটি স্টাইলিশ ও স্পোর্টি ডিজাইনের এসইউভি। এর ইন্টেরিয়র যথেষ্ট প্রশস্ত, যেখানে প্রায় ৮০০ লিটারের বেশি ট্রাঙ্ক ক্যাপাসিটি রয়েছে, যা পারিবারিক ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী।

  • পারফরম্যান্স: YU7 তার শক্তিশালী পারফরম্যান্সের জন্য বিশেষভাবে পরিচিত। এর সবচেয়ে শক্তিশালী সংস্করণটি ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে মাত্র ৩.২৩ সেকেন্ডে।

  • রেঞ্জ ও ব্যাটারি: এই ইলেকট্রিক এসইউভিটি একক চার্জে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম (১০১.৭ kWh ব্যাটারি)। এতে উচ্চ ভোল্টেজ চার্জিং আর্কিটেকচার (যেমন ৮০০ ভোল্ট) রয়েছে, যা দ্রুত চার্জিং নিশ্চিত করে। মাত্র ১৪ মিনিটে ৭০% পর্যন্ত চার্জ করা সম্ভব।

  • স্মার্ট ফিচার: YU7-এ রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিগত ও কানেক্টিভিটি সুবিধা। এতে ১২টিরও বেশি ক্যামেরা ও লিডার সেন্সর সহ একটি বড় কেন্দ্রীয় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। শাওমির নিজস্ব HyperOS অপারেটিং সিস্টেমের সাথে এটি তাদের স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে নির্বিঘ্নে সংযুক্ত হতে পারে। এতে AI চালিত ফিচার, ওয়্যারলেস চার্জিং, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল এবং একাধিক নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে।

  •  

Xiaomi YU7-এর এই সাফল্য টেসলা এবং বিওয়াইডি (BYD)-এর মতো প্রতিষ্ঠিত ইভি নির্মাতাদের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, YU7 বাজারে টেসলা মডেল ওয়াই-এর একটি বড় অংশ দখল করতে পারে। শাওমির সিইও লেই জুন এর আগেও জানিয়েছিলেন, আগামী ১৫-২০ বছরের মধ্যে শাওমি বিশ্বের শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হতে চায়। YU7-এর এই প্রাথমিক সাফল্য সেই লক্ষ্যের দিকে একটি বিশাল পদক্ষেপ।

যদিও বর্তমানে YU7 কেবল চীনেই বিক্রি হচ্ছে এবং ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত এর বৈশ্বিক বিস্তারের কোনো পরিকল্পনা নেই, তবুও এই মডেলের রেকর্ড পরিমাণ বিক্রি বিশ্বজুড়ে ইভি বাজারে শাওমির শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে।