মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কাবায় ফিলিস্তিনি পতাকা উড়িয়ে হজযাত্রী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৫, ১০:০১ এএম

কাবায় ফিলিস্তিনি পতাকা উড়িয়ে হজযাত্রী আটক

ছবি- সংগৃহীত

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক মিশরীয় হজযাত্রী। সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। ওই ব্যক্তি গাজায় ইসরায়েলি অবরোধ ও ক্ষুধার অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই হজযাত্রী চিৎকার করে বলছেন, "গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!" এরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে তাঁকে আটক করেন।

সৌদি কর্তৃপক্ষের দাবি, হজ ও ওমরাহর সময় কোনো ধরনের স্লোগান, পতাকা বা রাজনৈতিক প্রতীক নিষিদ্ধ রাখা হয়, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে।

তবে সমালোচকরা বলছেন, এই নীতির আড়ালে সৌদি সরকার মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ দমন করছে এবং মুসলিম সংহতির কণ্ঠরোধ করছে। এর আগে ২০২৩ সালে একজন ব্রিটিশ হজযাত্রীকে আটক করা হয় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ পরার কারণে।

ইসরায়েলের গাজা যুদ্ধ চলমান থাকা অবস্থায় মক্কার পবিত্র মসজিদে এই গ্রেপ্তারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে এখন যেন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোই অপরাধ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর