জুলাই ২৯, ২০২৫, ১১:৪৬ এএম
চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর চীনের বিভিন্ন অঞ্চলে মারাত্মক ভূমিধস এবং অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের আবহাওয়া দপ্তর রাজধানী বেইজিং, প্রতিবেশী হেবেই, তিয়ানজিনসহ আরও ১০টি প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই বৃষ্টি বুধবার পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেইজিংয়ের পৌরসভার বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার রাত ১২টার মধ্যে ভারি বৃষ্টিপাতের ফলে বেইজিংয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানিয়েছে, শুধুমাত্র বেইজিং শহরেই ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মিয়ুন, বেইজিং শহরের উত্তর-পূর্বের একটি উপকণ্ঠি এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মিয়ুনের এক বাসিন্দা, জিয়াং এএফপিকে জানান, 'এমন ভারি বৃষ্টিপাত সাধারণত হয় না। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেকেই কাজে যেতে পারছেন না।' আরও ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের উত্তরাঞ্চলীয় হুয়ারৌ এবং দক্ষিণ-পশ্চিমের ফাংশান এলাকা।
সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গেছে এবং ১৩০টি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। মিয়ুনে এক বাসিন্দা লিউ জানিয়েছেন, সোমবার ভোরে তিনি দেখতে পান, বন্যার পানিতে তার অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে গাড়িগুলো ভেসে গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বৃদ্ধাশ্রমের ৪৮ জনকে উদ্ধার করেছেন, যাদের মধ্যে অনেকে আটকে পড়েছিলেন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার রাতে কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন, 'সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিন এবং বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করুন।' বেইজিং ডেইলি জানিয়েছে, 'স্থানীয় কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের খোঁজ ও উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন।'
চীনা সরকার ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ৯টি অঞ্চলের জন্য ৩৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪৯ মিলিয়ন ডলার) ত্রাণ তহবিল বরাদ্দ করেছে বলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিটিভি জানিয়েছে। এ ছাড়াও, বেইজিংয়ের জন্য আলাদা ২০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে।
হেবেই প্রদেশের চেংদে শহরের কাছে একটি ভূমিধসে ৪ জন নিহত হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন। চীনের পূর্ব শানডং প্রদেশে এ মাসে অতি বৃষ্টিপাতের কারণে দুজন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, সিচুয়ান প্রদেশে এ মাসে একটি ভূমিধসে ৫ জন নিহত হয়েছেন।
আবহাওয়া দপ্তর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অতিবৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে। চেংদে এবং আশেপাশের এলাকাগুলো এখন সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে রয়েছে। চীন প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, বিশেষ করে গ্রীষ্মকালে যখন কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং অন্যদিকে কিছু অঞ্চল প্রচণ্ড গরমের সম্মুখীন হয়।
সূত্র : বিবিসি
আপনার মতামত লিখুন: