শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মক্কায় হজগ্রাম বানাবে ইন্দোনেশিয়া, কী থাকবে সেখানে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৫, ১০:১৭ এএম

মক্কায় হজগ্রাম বানাবে ইন্দোনেশিয়া, কী থাকবে সেখানে

ছবি- সংগৃহীত

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম হজ ও ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। ইন্দোনেশিয়া, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে, তাদের হাজিদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকে। এই প্রয়াসের অংশ হিসেবেই দেশটির সরকার মক্কায় একটি 'হজগ্রাম' প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগটি শুধু হজ ও ওমরাহযাত্রীদের আবাসন সুবিধা বাড়াবে না, বরং তাদের ধর্মীয় যাত্রা আরও সহজ ও আরামদায়ক করবে।

সৌদি আরবের মক্কা নগরীতে হজগ্রাম বানানোর জন্য জমি কিনছে ইন্দোনেশিয়া। এ ব্যাপারে প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেছেন দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি।

বুধবার (৩০ জুলাই) বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় হজগ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। ওই সময় তারা দুজন এতে সম্মত হন।

ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানান, মক্কার রয়্যাল কমিশন হজগ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে। যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটির আকার ২৫ থেকে ৮০ হেক্টর।

তিনি বলেছেন, “এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন।”

এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে।

গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরাহ করতে যাবেন, তারা হজগ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে।

এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার।

এই উদ্যোগটি ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য হজ ও ওমরাহ পালনকে আরও মসৃণ ও আরামদায়ক করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।