সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত, আহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:১৪ এএম

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত, আহত ২

ছবি- সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে।


আল জাজিরার খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে উইলসন থেকে সোমালিল্যান্ডে যাওয়ার পথে কাইম্বুর কাছে বিকাল ৩টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। কাইম্বুর কাউন্টি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, "আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি।" তিনি আরও জানান, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছেন যে, উৎসুক জনতা সেখানে ভিড় করেছে। এছাড়া কেনিয়া রেডক্রস এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, "বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।"

এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও আতঙ্ক বিরাজ করছে।