সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজা দখলের পরিকল্পনা, ইসরায়েলকে ‍‍`বড় মাশুল‍‍` দিতে হবে: হামাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৪৮ পিএম

গাজা দখলের পরিকল্পনা, ইসরায়েলকে ‍‍`বড় মাশুল‍‍` দিতে হবে: হামাস

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল-হামাস সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের একটি নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে হামাস এটিকে 'নতুন যুদ্ধাপরাধ' বলে আখ্যা দিয়েছে এবং এর জন্য ইসরায়েলকে 'বড় মাশুল' দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (৮ আগস্ট) বার্তা সংস্থা এএফপি-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। হামাস এই পরিকল্পনাকে ‌‌‘নতুন যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, এর জন্য ইসরায়েলকে ‘বড় মাশুল’ দিতে হবে।

হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "গাজা শহর দখল ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা অনুমোদন সিটির বিরুদ্ধে দখলদার বাহিনীর নতুন যুদ্ধাপরাধের সমান। আমরা অপরাধী দখলদারদের সতর্ক করছি—এই অপরাধমূলক দুঃসাহসের পরিণতি খুবই ভয়াবহ হবে এবং এটি কোনো সহজ যাত্রা নয়।"

এই নতুন পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। চীন, তুরস্ক, যুক্তরাজ্য এবং জাতিসংঘের মানবাধিকার প্রধান এই পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎস একটি বড় ধরনের নীতি পরিবর্তন করে ঘোষণা করেছেন, তার দেশ এখন থেকে ইসরায়েলের কাছে সব ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করবে। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের রপ্তানির অনুমতি জার্মান সরকার আর দেবে না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।"