শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৪৫ পিএম

ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

ছবি - সংগৃহীত

ইউক্রেনে কোনো ধরনের বিদেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তা রাশিয়ার হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আপাতত সেনা পাঠানোর কোনো পরিকল্পনা না থাকলেও, ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া হলে রাশিয়া তার পাল্টা জবাব দেবে। এই হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দিয়েছে।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনের ২৬টি মিত্র দেশ একমত হয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হলে তারা স্থল, নৌ বা আকাশপথে নিরাপত্তা বাহিনী পাঠিয়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে তিনি কোন কোন দেশ এতে অংশ নেবে, তা বিস্তারিত জানাননি। ম্যাক্রোঁ বলেন, এই সেনা মোতায়েনের উদ্দেশ্য হবে নতুন কোনো বড় ধরনের আক্রমণ ঠেকানো, ফ্রন্টলাইনে যুদ্ধ করা নয়।

অন্যদিকে, পশ্চিমা দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া না গেলেও রাশিয়া তার সমপরিমাণ ভূমি, সম্পত্তি ও অন্যান্য সম্পদের মাধ্যমে তা পুনরুদ্ধার করবে। বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ জানান, যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে অর্জিত ১.৩ বিলিয়ন ডলারের মুনাফা ইউক্রেনকে দিয়েছে, যা ‘চুরি’র শামিল এবং এভাবে 'নব্য নাৎসিদের হাতে' অর্থ তুলে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, এর মাধ্যমে রাশিয়া যুক্তরাজ্য ও ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে।