সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:২৩ পিএম
আবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। দিল্লি থেকে ১৬১ জন যাত্রী নিয়ে উড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১০২৮ ফ্লাইটটি। বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় এর একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পাইলট ইনদোর বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবতরণের বার্তা পাঠান। এই ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাইলট ‘প্যান প্যান’ বার্তা পাঠিয়েছিলেন, যার অর্থ বিমানে ত্রুটি হয়েছে কিন্তু তা বিপজ্জনক নয়। এই পরিস্থিতিতেই এমন বার্তা পাঠানো হয়। পাইলটের বার্তা পাওয়ার পর দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরের অধিকর্তা বিপিনকান্ত শেঠ বলেন, "বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। বার্তা পাওয়ার পরই আমরা সব রকম ব্যবস্থা নিই। সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।" নির্ধারিত সময়ের ২০ মিনিট পর এটি অবতরণ করে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র সন্দেহ প্রকাশ করেছেন যে, ইঞ্জিনের অয়েল ফিল্টারে কোনো ত্রুটির কারণে এই সমস্যা হতে পারে। তবে পাইলট সবরকম সতর্কতা অবলম্বন করে বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়েছেন। ওই মুখপাত্রের ব্যাখ্যা অনুযায়ী, এটি কোনো জরুরি অবতরণ ছিল না, বরং পাইলট এটিসি-র কাছে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আরেকটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরুগামী সেই বিমানটির সঙ্গে রানওয়েতে একটি ঈগলের ধাক্কা লাগে। এর ফলে ফ্লাইটটি বাতিল করে দেওয়া হয়েছিল।