মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ইন্দোনেশিয়া বিক্ষোভে উত্তাল, চীন সফর বাতিল করলেন প্রেসিডেন্ট প্রাবোও

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৩:৫০ পিএম

ইন্দোনেশিয়া বিক্ষোভে উত্তাল, চীন সফর বাতিল করলেন প্রেসিডেন্ট প্রাবোও

ছবি - সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সাংসদদের বেতন-ভাতা নিয়ে সৃষ্ট বিক্ষোভ এখন রাজধানী জাকার্তার বাইরেও ছড়িয়ে পড়েছে, যার কারণে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ও জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিজয় শোভাযাত্রায়’ তার অংশ নেওয়ার কথা ছিল। দেশের চলমান অস্থিরতার কারণে শনিবার তিনি এই সফর স্থগিত করেন।

বিশ্লেষকরা মনে করছেন, প্রাবোও সরকারের এক বছরের মাথায় এই বিক্ষোভ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সাংসদদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষ থেকে জাকার্তায় বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র প্রাসেতিও হাদি এক ভিডিও বার্তায় জানান, "প্রেসিডেন্ট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে চান এবং এর দ্রুত সমাধানের চেষ্টা করছেন। এজন্য তিনি চীন সরকারের কাছে ক্ষমা চেয়েছেন।" তিনি আরও জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সামনে থাকায় সফর বাতিলের ক্ষেত্রে এটিও বিবেচনা করা হয়েছে।

শনিবার ওয়েস্ট নুসা তেংগারা, মধ্য জাভার পেকালংগান এবং পশ্চিম জাভার সিরেবোনে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন দেয়। সিরেবোনে ভবনের বিভিন্ন সরঞ্জাম লুটও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এর আগে, শুক্রবার সাউথ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে পার্লামেন্ট ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়।

এদিকে, জাকার্তায় নাসদেম দলের সাংসদ আহমেদ সারোনির বাড়িতে লুটপাট হয়েছে। সাংসদ সারোনি সম্প্রতি সাংসদদের বেতন নিয়ে প্রশ্ন তোলা লোকজনকে 'বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টুপিড' বলে মন্তব্য করেছিলেন। সরকারের অভিযোগ, ভুয়া তথ্যের প্রভাবে এই বিক্ষোভ আরও বাড়ছে। তাই টিকটক ঘোষণা দিয়েছে, সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার বন্ধ রাখা হবে।