মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ইসরাইলকে চরম মূল্য দিতে হতো: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৫:৪৩ পিএম

ইসরাইলকে চরম মূল্য দিতে হতো: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান তার উন্নত সামরিক অস্ত্রভাণ্ডার ব্যবহার করেনি। তিনি বলেন, যুদ্ধ যদি ১৫ দিন চলত, তবে ইসরাইলকে চরম মূল্য দিতে হতো। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে শনিবার (২৩ আগস্ট) মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগ্রাসন শুরু করলে ইরান তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। তবে 'অপারেশন ট্রু প্রমিজ-৩' এর অংশ হিসেবে চালানো ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলায় উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়নি। নাসিরজাদে বলেন, "যুদ্ধ দীর্ঘায়িত হলে তা শত্রুপক্ষের জন্য ভয়াবহ হতো এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা শুরুতে যেমন ছিল তেমন থাকত না। এ কারণেই তারা যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল।"

 নাসিরজাদে বলেন, গত এক বছরে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলো চালনাযোগ্য ওয়ারহেডে সজ্জিত। এই ওয়ারহেডগুলো আকাশে প্রবেশের পর গতিপথ পরিবর্তন করতে পারে এবং বহুতল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মার্কিন তৈরি টিএইচএএড ও প্যাট্রিয়ট, এড়িয়ে যেতে সক্ষম। তিনি শত্রুদের উদ্দেশে সতর্ক করে বলেন, “ভুল হিসাব কষবেন না, কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে।”

১২ দিনের যুদ্ধ শেষে ২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে।