মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ভারত সফর বাতিল করলেন ট্রাম্প, মোদির সঙ্গে সম্পর্ক অবনতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১০:১৪ এএম

ভারত সফর বাতিল করলেন ট্রাম্প, মোদির সঙ্গে সম্পর্ক অবনতি

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা আপাতত নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এই দাবি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এই সফর বাতিল করা হয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করেছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণটিতে বলা হয়, গত ১৭ জুন ফোনালাপে ট্রাম্প মোদিকে জানিয়েছিলেন যে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন, কিন্তু শরতে ট্রাম্পের ভারত সফরের সেই পরিকল্পনা এখন আর নেই।

বিশ্লেষণে বলা হয়েছে, মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়ে মোদির ধৈর্যচ্যুতি ঘটে। যদিও পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করে, ভারত তা বরাবরই অস্বীকার করে আসছে। এরপরেও ফোনালাপে ট্রাম্প একই দাবির পুনরাবৃত্তি করেন।

এই ফোনালাপের আগে কানাডার জি-৭ শীর্ষ সম্মেলনে মোদি-ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প আগেভাগে দেশে ফিরে যাওয়ায় সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর বদলে তারা ৩৫ মিনিটের ফোনালাপ করেন, যা দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত করে তোলে।

ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কও বড় ভূমিকা রেখেছে। গত বৃহস্পতিবার থেকে ভারতের পণ্যে এই শুল্ক কার্যকর হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।