রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর টিভিতে প্রতিনিধি ও কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০৪:২৮ পিএম

দিনাজপুর টিভিতে প্রতিনিধি ও কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

দিনাজপুর টিভি: মানুষের জীবনের কথা বলে (একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল) দিনাজপুর টিভি তার কর্মপরিধি সম্প্রসারণ এবং সংবাদ পরিবেশনাকে আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নলিখিত পদগুলোতে দক্ষ, প্রতিশ্রুতিবদ্ধ এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। আমরা এমন সহযোগী খুঁজছি যারা আমাদের স্লোগান "মানুষের জীবনের কথা বলে"-কে ধারণ করে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রচারে নতুন মাত্রা যোগ করবেন এবং আমাদের দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনায় সহায়তা করবেন।

  • মাল্টিমিডিয়া প্রতিনিধি (উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়)

    • পদসংখ্যা: নির্ধারিত নয়

    • কাজের ক্ষেত্র: দিনাজপুর জেলার ১৩টি উপজেলা (দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, খানসামা, চিরিরবন্দর) এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU), দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর মহিলা কলেজসহ জেলার সকল গুরুত্বপূর্ণ কলেজ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান।

    • মূল দায়িত্ব:

      • মাঠ পর্যায় থেকে দৈনন্দিন সংবাদ, ঘটনা ও জনজীবনের গল্প সংগ্রহ করা।

      • ভিডিও প্রতিবেদন তৈরি, ক্যামেরা পরিচালনা, সম্পাদনার প্রাথমিক ধারণা এবং নিউজ কাভারেজে সক্রিয় অংশগ্রহণ।

      • কৃষি খাতের সমস্যা ও সম্ভাবনা, শিক্ষা ক্যাম্পাসের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা।

      • প্রতিবেদনের ক্ষেত্রে নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখা।

  • কম্পিউটার অপারেটর (৬ জন)

    • কাজের ক্ষেত্র: দিনাজপুর টিভি'র আঞ্চলিক কার্যালয়, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ২০০ মিটার দক্ষিণে, লাটের হাট, বীরগঞ্জ-৫২২০, দিনাজপুর।

    • মূল দায়িত্ব:

      • অফিসের দৈনন্দিন কম্পিউটার-ভিত্তিক কাজ পরিচালনা।

      • ডেটা এন্ট্রি, ফাইল সংরক্ষণ, ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা।

      • ইমেইল আদান-প্রদান এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ সম্পাদন।

      • অন্যান্য দাপ্তরিক কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

    • বিশেষ বিবেচনা: বীরগঞ্জ এবং খানসামা উপজেলার পাশাপাশি স্থানীয় অন্যান্য যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

  • অফিস সহকারী (১ জন)

    • কাজের ক্ষেত্র: দিনাজপুর টিভি'র আঞ্চলিক কার্যালয়, লাটের হাট, বীরগঞ্জ-৫২২০, দিনাজপুর।

    • মূল দায়িত্ব:

      • অফিসের দাপ্তরিক কাজে সহায়তা এবং ফাইল ব্যবস্থাপনা।

      • অতিথিদের অভ্যর্থনা ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ।

      • অফিসের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা।

    • বিশেষ বিবেচনা: এই পদে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

 

  • অফিস সহকারী: সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস

  • কম্পিউটার অপারেটর: সর্বনিম্ন এসএসসি (SSC) বা এইচএসসি (HSC) পাস। কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা থাকলেই চলবেমাইক্রোসফট অফিস (Word, Excel) এবং অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যারা বর্তমানে অধ্যয়নরত আছেন (চলমান), তারাও আবেদন করতে পারবেন।

  • মাল্টিমিডিয়া প্রতিনিধি: বয়সসীমা ১৮ থেকে ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে সাংবাদিকতায় আগ্রহী ও শেখার মানসিকতা সম্পন্ন যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন।

 

  • সাধারণ প্রত্যাশা:

    • যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার মানসিকতা ও আগ্রহ।

    • প্রমিত বাংলায় স্পষ্ট লেখা ও বলার দক্ষতা।

    • স্থানীয় সংস্কৃতি ও উপভাষার প্রতি সংবেদনশীলতা।

    • সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা।

  • প্রতিনিধি পদের জন্য বিশেষ শর্ত: নিজস্ব স্মার্টফোন ব্যবহার করে রিপোর্ট করতে সক্ষম হওয়া এবং একটি সচল স্মার্টফোন থাকা বাধ্যতামূলক।

  • শিক্ষানবিশ সুযোগ (সকল পদের জন্য):

    • যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে (সাংবাদিকতা, কম্পিউটার পরিচালনা বা অফিস ব্যবস্থাপনা) নবীন এবং কর্মজীবনের শুরু করতে ইচ্ছুক, তাদের জন্য ৬ মাস নিরবচ্ছিন্নভাবে শিক্ষানবিশ (Intern) হিসেবে কাজের সুযোগ রয়েছে।

    • এই শিক্ষানবিশকালে আপনার কাজের গুণগত মান বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য পর্যাপ্ত ব্যবহারিক শিক্ষা এবং প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

    • বিশেষত কম্পিউটার অপারেটর পদের জন্য, যারা কম্পিউটার পরিচালনা সম্পর্কে কাজ জানেন না, তাদের সম্পূর্ণ কাজ শিখিয়ে নিয়োগ দেওয়া হবে।

    • ৬ মাস সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর, কর্মদক্ষতার ভিত্তিতে আপনাকে আমাদের স্থায়ী কোনো উপযুক্ত পদে নিয়োগ করা হবে।

 

  • মাসিক সম্মানী/বেতন:

    • প্রতিনিধি: কাজের ধরণ, গুণগত মান এবং পরিমাণের ওপর ভিত্তি করে আকর্ষণীয় সম্মানী। যেমন: প্রতিটি সাধারণ রিপোর্টের জন্য ১৫০-৪০০ টাকা, বিশেষ ফিচার/অনুসন্ধানী রিপোর্টের জন্য ৪০০-৫০০০ টাকা এবং পার্ট-টাইম অনারিয়াম ১০০-২০০ টাকা। পূর্ণকালীন মাসিক বেতন ৫,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

    • কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী: প্রাথমিকভাবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা থেকে শুরু হবে। কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে ৮,০০০/- (আট হাজার) টাকা এবং পরবর্তীতে তাদের কর্মক্ষমতা ও দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে।

  • যাতায়াত ও নাস্তা ভাতা: ক্ষেত্রভিত্তিক যাতায়াত ভাতা (প্রতি কিমি ২ টাকা) এবং দৈনিক নাস্তা/খাবার ভাতা (২০-১০০ টাকা) প্রদান করা হবে। (প্রতিনিধি পদের জন্য)

  • খাবার ব্যবস্থা: আমাদের অফিসের সকল স্টাফের জন্য দুপুরে উন্নতমানের খাবারের ব্যবস্থা আছে। যারা শিফট অনুযায়ী কাজ করবেন, তাদের জন্য তিন বেলা খাবারের সুব্যবস্থা থাকবে।

  • যোগাযোগ ও সরঞ্জাম সহায়তা (প্রতিনিধি পদের জন্য):

    • দিনাজপুর টিভির পক্ষ থেকে প্রতিটি রিপোর্টারকে একটি মোবাইল সিম কার্ড প্রদান করা হবে। এই সিম কার্ডটি তাদের রিপোর্টিং কার্যক্রমের জন্য নিশ্চিত একটি সহায়তা, যা ১০০% নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করবে। সারা মাস ব্যবহারের জন্য এতে পর্যাপ্ত ইন্টারনেট ডেটা এবং টকটাইম থাকবে।

    • রিপোর্টিংয়ের মান উন্নত করতে প্রতিটি রিপোর্টারকে একটি উচ্চমানের পোর্টেবল মাইক্রোফোন সরবরাহ করা হবে।

    • যারা আমাদের সাথে স্থায়ীভাবে কাজ শুরু করবেন এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক নির্ভরযোগ্যতা ও যথেষ্ট দক্ষতা প্রমাণ করবেন, দিনাজপুর টিভির পক্ষ থেকে তাদের ভিডিও করার জন্য যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম (যেমন: উন্নত ক্যামেরা, স্টেবিলাইজার, লাইটিং কিট ইত্যাদি) প্রদান করা হবে।

  • মাসিক পুরস্কার ও স্বীকৃতি: সেরা পারফর্মারদের জন্য "মাসের সেরা সাংবাদিক" বা "সেরা অপারেটর" স্বীকৃতি এবং আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

  • প্রশিক্ষণ: মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃষি সাংবাদিকতা, ক্যাম্পাস রিপোর্টিং, কম্পিউটার পরিচালনা এবং অফিস ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে একটি সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে। আমাদের যাচাই-বাছাই প্রক্রিয়ার পর, যোগ্য প্রার্থীদের ফোন বা ইমেইলের মাধ্যমে ইন্টারভিউ বা অন্যান্য পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগ কনফার্মেশন দেওয়া হলে, নিয়োগকৃত ব্যক্তিকে নিম্নলিখিত মূল কাগজপত্র এবং ফটোকপিসহ আমাদের অফিসের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে:

  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

  • জাতীয় পরিচয়পত্র (National ID Card) এর ফটোকপি

  • স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/পরিচয়পত্রের ফটোকপি

  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র এবং ফটোকপি

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আগ্রহীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে এই ইমেইল ঠিকানায়: ✉️ news.dinajpurtv@gmail.com

আমাদের নিয়োগকৃত সকল প্রতিনিধি, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারীকে দিনাজপুর টিভি'র মাল্টিমিডিয়া রিপোর্টিং নীতিমালা, কৃষি রিপোর্টিং নীতিমালা এবং ক্যাম্পাস রিপোর্টিং নীতিমালা (পদ অনুযায়ী প্রযোজ্য) সহ প্রতিষ্ঠানের সকল নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং এর প্রতিটি নির্দেশনা ও নৈতিকতা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই নীতিমালাগুলো আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে।

আঞ্চলিক অফিস (কর্মস্থল): লাটের হাট, বীরগঞ্জ-৫২২০, দিনাজপুর।

হোয়াটসঅ্যাপ (শুধুমাত্র মেসেজের জন্য): 01511747936

ই-মেইল (আবেদনের জন্য): news.dinajpurtv@gmail.com

ওয়েবসাইট (বিস্তারিত জানতে): www.dinajpurtv.com