মোঃ মোমিনুল ইসলাম
সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:০৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে 'জুলাই শহীদ স্মৃতি' আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর ই আলম সিদ্দিকী।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. মোকাররম হোসেন, মো. খালেকুজ্জামান বাবু, দিনাজপুর চেম্বারের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ সুমন এবং সাবেক ফুটবল খেলোয়াড়বৃন্দ।
'জুলাই শহীদ স্মৃতি' আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. নূর আলম হক খোকন-এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে নবাবগঞ্জকে ৪-২ গোলে হারিয়ে ফুলবাড়ী উপজেলা বিজয়ী হয়।
আয়োজকরা বলেছেন, এই প্রতিযোগিতা ক্রীড়া বিকাশের পাশাপাশি শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং আয়োজক কমিটি আশা করছে পুরো টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।