বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

২০২৬ হজ: দ্বিতীয় ধাপে ২৩৪ এজেন্সিকে অনুমতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ১০:১৭ পিএম

২০২৬ হজ: দ্বিতীয় ধাপে ২৩৪ এজেন্সিকে অনুমতি

ছবি-দিনাজপুর টিভি

প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব যান। হজ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন হজ এজেন্সিকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে থাকে। সম্প্রতি, ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে মন্ত্রণালয় দ্বিতীয় দফায় যোগ্য হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। এই পদক্ষেপটি হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কারণ এটি তাদের সঠিক এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, প্রতিটি এজেন্সিকে কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে।

২০২৬ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য দ্বিতীয় ধাপে ২৩৪টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুলাই প্রথম ধাপে ১৫৫টি এজেন্সিকে যোগ্য ঘোষণা করা হয়েছিল। রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয় প্রাথমিকভাবে যোগ্য এসব এজেন্সির তালিকা প্রকাশ করেছে।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত শর্তাবলী অনুযায়ী, এই তালিকায় অন্তর্ভুক্ত কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণ ছাড়া ২০২৬ সালের হজ মৌসুমে কোনো হজযাত্রীর নিবন্ধন না করে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, প্রতিটি এজেন্সিকে হজযাত্রীর সঙ্গে মক্কা ও মদিনায় প্রাপ্ত সেবা-সুবিধাদি বিষয়ে লিখিত চুক্তি নিশ্চিত করতে হবে।

  • প্রত্যেক এজেন্সিকে ৪৬ জন হজযাত্রীর জন্য একজন আরবি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ করতে হবে।

  • অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেওয়া যাবে না।

  • কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বা যোগ্যতার ঘাটতি দেখা দিলে তালিকা থেকে তার নাম বাতিল করা হবে।

  • এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন করতে হবে।

এই কঠোর শর্তগুলো হজযাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং আয়কর সনদ দাখিল করে হজ পরিচালকের সঙ্গে চুক্তি করতে হবে।