আগস্ট ২৩, ২০২৫, ১০:৫২ এএম
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাসনিয়া। শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গত ২১ জুলাই তারিখে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া। তার শরীরের প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল। ৩৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সে মারা যায়। তাসনিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।
দুর্ঘটনার পর আহতদের মধ্যে প্রায় ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানান, দগ্ধ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হলেও অনেকে মারা গেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে এর আগে একজন শিক্ষিকাও মারা গিয়েছিলেন।