সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:২৯ পিএম
শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং তা দমনে জনগণকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।” শনিবার সকালে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলন দেশের জনগণকে মুক্তির পথ দেখিয়েছিল। সেই আন্দোলনে সারা দেশের মানুষ তরুণদের পাশে দাঁড়িয়েছিল এবং ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, সব আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আমরা সংস্কারও এগিয়ে নিয়ে যেতে চাই।” এর মধ্যে নির্বাচনের ঘোষণা এসেছে এবং সরকার তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।”
উপদেষ্টা আরও বলেন, জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান। তাদের স্মৃতি ধরে রাখার জন্য সারা দেশের শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, দেশের জনগণকে সেই মুক্তির লক্ষ্যে নিয়ে যেতে, যার জন্য তরুণরা আলো জ্বালিয়েছিলেন।”