সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:২১ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা কোনো দলের নন, বরং দেশের সম্পদ। তিনি বলেন, “তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেয়ার।” শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দেয়। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের লোক নিয়োগ না দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে। মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রীতির অভিযোগ আমার কাছে আসেনি।”
উপদেষ্টা বলেন, “শুধু সরকারি সহযোগিতা নয়, আত্মকর্মসংস্থানে মনোযোগী হতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্ব পালন করবেন।” তিনি আরও বলেন, গত ১৬ বছরে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে, কিন্তু পিডিবিএফের নিয়োগের ক্ষেত্রে কোনো দলীয়করণ করা হয়নি। তিনি জোর দিয়ে বলেন, “তাই যারা নিয়োগ পেয়েছে, তারা কোনো দলের নয়, আমাদের সম্পদ, দেশের সম্পদ।”