সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পিআর সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ১২:২৪ পিএম

পিআর সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

ছবি- সংগৃহীত

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ অন্যান্য সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও গণমিছিল থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তিনি এই আহ্বান জানান।


 গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এই আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে একটি ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কার, যার মধ্যে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পদ্ধতি নিশ্চিত করা। গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে পিআর পদ্ধতিসহ বিভিন্ন সংস্কারের দাবি উঠেছে।

রাজধানীর মহাখালী রেলগেটে আয়োজিত সমাবেশে ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, "আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।" তিনি বলেন, "জনগণ আপনাকে বসিয়েছে। আপনি কিন্তু রাজপথে ছিলেন না... রাস্তায় আপনার চেহারা দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই-ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে, আমাদের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন।"

তিনি আরও বলেন, "আমরা আশা করব, আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেইমানি-বিশ্বাসঘাতকতা করবেন না।" জামায়াতের এই নেতা সতর্ক করে বলেন, যদি বিশ্বাসঘাতকতার কোনো আভাস পাওয়া যায় যে, প্রধান উপদেষ্টা স্বৈরাচারকে সহযোগিতা করছেন বা নতুন করে স্বৈরাচার গড়ার ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ তাকেও ছাড় দেবে না।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এই বিশাল সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।