সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৩৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যদি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকে, তবে এ বিষয়ে গণভোট দেওয়া হোক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রস্তাব দেন।
এই সমাবেশের মূল দাবি ছিল জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এবং জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন।মুফতি ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির ব্যবহার কমবে এবং ভোট ছিনতাইয়ের সুযোগ থাকবে না।
এই পদ্ধতি সংসদকে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, যার ফলে জনগণকে নিজেদের দাবি আদায়ে বারবার রাস্তায় নামতে হবে না। তিনি আরও বলেন, বিএনপিরও পিআর পদ্ধতিতে আপত্তি থাকার কথা নয়, কারণ তারা জনগণের সম্পৃক্ততায় নির্বাচন ও জাতীয় সরকার চায়।তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসেনি।
নির্বাচনের আগে তাদের তিনটি কাজ করতে হবে— প্রশাসনিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি দাবি করেন, ৮০% জনগণ পিআর পদ্ধতির পক্ষে। এছাড়াও, তিনি প্রাইমারি স্কুলে নাচ ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে কম্পিউটার ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে দলটির নেতাকর্মীরা 'যদি না হয় পিআর, আবার ফিরবে স্বৈরাচার' স্লোগান দেন।