সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৫৮ পিএম
নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে আগামী বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। এটি তাদের টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। এই বিশাল জয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান দখল করল তারা।
রাবাতের প্রিন্স মৌলায় আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচের শুরুতেই নাইজারের ১০ জন খেলোয়াড়ের দলটির ওপর চাপ সৃষ্টি করে তারা। প্রথম ১০ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে ইসমাইল সাইবারির জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের গতি কমায়নি মরক্কো। আইয়ুব এল কাবি, হামজা ইগামান এবং আজিজউদ্দিন উনাহির গোলে ব্যবধান বাড়িয়ে ৫-০ করে।
২০২২ সালের বিশ্বকাপে মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছিল। এবারও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখে বাছাইপর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখল। এ জয়টি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে।